সিরাজগঞ্জে তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ৫:১৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁত শ্রমিককে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ইয়াকুব আলী (২০) থানার রুপনাই গাছপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তার লাশ খুকনী আটারদাগ টাকিমারা বিলের সরিষা ক্ষেত থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত রোববার ইয়াকুব কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার দুপুরে তার লাশ টাকিমারা বিলের সরিষা ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে তারা এসে লাশ উদ্ধার করে। ইয়াকুবের গলায় আঘাতের চিন্থ রয়েছে। নিহতের পরিবার অভিযোগ করে জানিয়েছে পরিকল্পিত ভাবেই কেউ তাকে ডেকে নিয়ে হত্যা করে। এ ব্যপারে থানায় মামলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে