মোহনপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক-পৃথক মামলা হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, সোমবার রাতে উপজেলার সইপাড়া মোড়ে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মোহনপুর গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে ইয়াবা ব্যবসায়ী রুবেল সরকারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হচ্ছেন- তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশা হোসনের ছেলে হিরোইন সম্রাট আজমাল হোসেন (৩৫), শামসুদ্দিনের ছেলে কামরুজ্জামান রানা (৩৪), আবু সাঈদের ছেলে সাজ্জাদ হোসেন (৩০), ইব্রাহিম ইসলামের ছেলে কামরুল ইসলাম (২০)। মঙ্গলবার আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।