শিবগঞ্জে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ‘‘শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা সমাজসেবা অফিস ও সিএসপিবির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শিমুল আকতারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম।
বিশেষ ছিলেন সহকারি পরিচালক সিরাজুম মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রাজিব রাজুসহ অন্যরা। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন মিডিয়া কর্মীরা অংশ নেয়।
কর্মশালায় বক্তারা- শিশুদের বিভিন্ন সমস্যা, সমাধানে হেল্পলাইনের ব্যবহার ও ভূমিকা এবং বাল্যবিয়ে রোধে ১০৯৮ নম্বরে বিনামূল্যে কথা বলে সমস্যার সমাধানের ক্ষেত্রে জনগণের সচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।