তানোরে মাদকবিরোধী র‌্যালি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ৬:২০ অপরাহ্ণ |
তানোরে মাদকবিরোধী র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি বের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

উক্ত র‌্যালিতে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আলাউল করিব, উপজেলা পরিসংখ্যান অফিসার পলিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

তবে, স্থানীয় সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বাবুর নাম র‌্যালির ব্যানারে লিখা থাকলেও কেউ র‌্যালিতে উপস্থিত ছিলেন না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে