নিয়ামতপুরে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ৬:৩০ অপরাহ্ণ |
নিয়ামতপুরে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী র‌্যালি, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, নিয়ামতপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে