জয়পুরহাটে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আবদুল আলীম মন্ডল সভাপতি, আরটিভির রাশেদুজ্জামান সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের চিলিস চাইনিচ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইউনিটির সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নতুন পরিষদ নির্বাচিত হয়।
নতুন এই পরিষদের অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনি, এবং কার্যনির্বাহী সদস্য পদে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার, এস এ টিভির জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন এবং মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদের সুজন নির্বাচিত হয়েছেন। এর আগে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।