মান্দায় ইউনিয়ন বিএনপির মতবিনিময়
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ৬:৪৯ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জোকাহাটের কাঁচাবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক।
উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিত কুমার সরকার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে প্রমুখ।
শেষে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।