মান্দায় ইউনিয়ন বিএনপির মতবিনিময়

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০; সময়: ৬:৪৯ অপরাহ্ণ |
মান্দায় ইউনিয়ন বিএনপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জোকাহাটের কাঁচাবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক।

উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু ও মোজাম্মেল হক মুকুল, জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিত কুমার সরকার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকে প্রমুখ।

শেষে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে