বাগমারায় হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার পিচ এ্যামবাসেডর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুহাটা চত্তরে ছিন্নমূল বস্তিবাসী ও বেড়িবাঁধে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার পিচ এ্যামবাসেডর গ্রুপ (পিএফজি)’র কো-অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শতাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিচ এ্যামবাসেডর ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ,প্রভাষক মেজবহুল হক দুলু, আহসান হাবীব, ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান, নাহিদ, রাকিব ও ব্যবসায়ী মুকুল দেওয়ান প্রমূখ।