বাগমারায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে সিসি ঢালাই রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার আউচপাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বেলঘরিয়াহাট গ্রামের নার্গিস শাহের বাড়ী হতে রেজাউল করিম মন্ডলের বাড়ীর সামনে এলজিএসপি’র অর্থায়নে মাত্র ১২৮ ফুট সিসি ঢালাই রাস্তার কাজ চলছে। নির্মান কাজে তিন নম্বর ইটের ব্যবহার করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়াও রাস্তায় পর্যাপ্ত বালি দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে। যেটুকু বালি দেয়া হয়েছে তাতে পানি ব্যবহার না করায় রাস্তা দেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও স্থানীয়রা মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদকে এসব বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি।
সামান্য এ রাস্তাতে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এক নম্বর ইট, ভালো খোয়া, বিধি মোতাবেক লোহার রড ব্যবহারের দাবী জানিয়েছেন।
আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিচে বিছিয়ে দেয়া ইটগুলো তিন নম্বর দেয়া যাবে, ঢালাইয়ের কাজে এক নম্বর ইট ব্যবহার করতে হবে।