নানকের সুস্থতা কামনায় বাগমারা আ.লীগের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানকের দ্রুত সুস্থতা কামনা করে রাজশাহীর বাগমারা উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মুতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জাহাঙ্গীর কবির নানকের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সভাপতি বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তারুজ্জামান বুলবুল, আউচপাড়া ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, নাদিরুজ্জামান মিলন, আতাউর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হোসেন।