বাগমারায় যুবলীগের মাঝে এমপি এনামুলের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় যুবলীগ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে এমপি এনামুল হকের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, নাহিদ হাসান, শাহীন রেজা, সাজ্জাদ হোসেন, সুমন শাহ, রিকো সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।