চারঘাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : চারঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পকিল্পনা কর্মকর্তা মীর রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ আলী রাশেদ, ডাঃ আশিক, উপজেলা শিক্ষা অফিসার রশিদা ইয়াছমিন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান মাইমূল ইসলাম, এমপি ইপিআই মনিমূল হক মিলন মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন ও উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজিমুদ্দিন ও সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
আগামী ১১ জানুয়ারী উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১শত ৪৫টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮শ ৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ৫শ ১০ জন শিশুকে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।