সিটি অব দ্য ইয়ার সম্মাননা পাওয়ায় মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০; সময়: ১২:০০ পূর্বাহ্ণ |
সিটি অব দ্য ইয়ার সম্মাননা পাওয়ায় মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে পরিবেশবান্ধব শহর হিসেবে এবার ‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অব দ্য ইয়ার-২০২০ সম্মাননা’ লাভ করায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যয় নগর ভবনে মেয়রকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা, মেয়র‘র একান্ত সচিব আলমগীর কবির প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে