চারঘাটে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০; সময়: ১:০২ অপরাহ্ণ |
চারঘাটে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম শতবর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মকবুল হোসেন, পলীø বিদ্যুৎ চারঘাট জোনাল অফিস ডিজিএম মুক্তার হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, চারঘাট মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ছয়টি ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কলেজের প্রধান ও সাংবাদিকবৃন্দ।

আগামী ১০ ও ১১ই জানুয়ারী মুজিব শতবর্ষ আনন্দশোভা ও জাকজমকপূর্ন পালনের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয় এবং এই কর্মসূচীকে সফল করার জন্য সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে