পাঁচবিবিতে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি থেকে জিহাদ হোসেন (১৬) নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার চাঁনপাড়া এলাকার একটি আলুর ক্ষেতের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত হোটেল শ্রমিক একই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।
নিহত জিহাদের মামা রশিদুল ইসলাম জানান, প্রায় দেড় বছর যাবৎ চাঁনপাড়া বাজারে আবুল কালামের হোটেলে কাজ করত তার ভাগ্নে। ৩ দিন আগে তার মা এসে হোটেল থেকে জিহাদকে বাড়ি নিয়ে যায়। মঙ্গলবার বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার ভোরে চাঁনপাড়া এলাকার একটি আলুর ক্ষেতের পাশ থেকে ভাগ্নের মরদেহ পাওয়া যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় আলু ক্ষেতের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।