ধর্ষণের প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন
পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধর্ষণ ও রাজশাহীর গোদাগাড়ীতে সংঘটিত ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়। মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে দিনের পর দিন ধর্ষনের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। আমাদের নিরাপত্তার কথা ভাবতেই আঁতকে উঠি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে, গোদাগাড়ীতে কাউন্সিলরের বাড়িতে ধর্ষনের ঘটনা ঘটে, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই।
শিক্ষার্থীরা আরোও বলেন, ধর্ষনের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। রাস্তা-ঘাটে হোক আর যেখানেই হোক সবসময় নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। কাল আমাদের সহপাঠী কিংবা আমাদেরই কারো বোন ধর্ষনের শিকার হবেনা কিভাবে নিশ্চিত হওয়া যায় কিভাবে?
মানবন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান আনিস, রাজশাহী কলেজ শুভ সংঘের সভাপতি আনোয়ার হোসেন, ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাব্বির হোসেন, রোটরি ক্লাবের সভাপতি জাহিদ হাসান, প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজা আক্তার হাসি, রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী মরিয়ম নেসা লিমা।
এদিকে, ঢাবি ছাত্রী ও রাজশাহীতে সংঘটিত ধর্ষনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাত্নতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীত নেতা-কর্মী। এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ন সাধারণ সম্পাদক রাসিক দত্ত। এতে কলেজ ও হোস্টেল শাখা ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
https://youtu.be/DsU5MwdCFl4