ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০; সময়: ৪:৪২ অপরাহ্ণ |
ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে এই কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ। কর্মসূচিতে কলেজের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।

এসময় কর্মসুচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, উপাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দ, ছাত্রলীগ নেতা সাব্বির আহমদসহ অন্যরা।

এসময় বক্তারা ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে বলেন, ধর্ষককে এমন শাস্তি দিতে হবে যেন এমন অপরাধের পূনরাবৃত্তি করতে আর কেউ সাহস না পায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে