নারী হওয়ার অপারেশন করে বিপাকে যুবক, ভয়ঙ্কর পরিণতি
পদ্মাটাইমস ডেস্ক : নারী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার। সে জন্য অস্ত্রোপচারও করেছিলেন। কিন্তু তারপরই বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করলেন তিনি।
পুলিশ বলছে, চন্দননগর এলাকায় নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ২৬ বছরের পলক তিওয়ারি। সাব ইনস্পেক্টর সুরেশ বাংকার জানান, গত ৮ বছর ধরে এক পুরুষের সঙ্গে থাকতেন পলক। যৌনতৃপ্তির জন্য তিনি লিঙ্গ পরিবর্তনের অপারেশন করান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অস্ত্রোপচারের পর নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় পলকের। তার মূত্রথলিতে সমস্যা দেখা দিয়েছিল। সে কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তার অস্ত্রোপচার ব্যর্থ হয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
চার মাস আগে একটি মন্দিরে গিয়ে রোহিতের সঙ্গে বিয়ে করেছিলেন পলক। বিয়ের জন্যই তিনি লিঙ্গ পরিবর্তনের অপারেশন করিয়েছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে হরিশ নামে পরিচিত ছিলেন পলক। তবে পুলিশ তা মানতে চায়নি। তাদের দাবি, পলকের নামেই আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স-সহ নানা নথি পেয়েছে তারা।