বাগমারায় শীতার্তদের পাশে দাঁড়াল প্রত্যয় সংস্থা
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শীতার্ত গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রত্যয় সংস্থা। রাজশাহী সহ উত্তরাঞ্চলে প্রচন্ড ভাবে জেঁকে বসেছে শীত। শীতের হাত থেকে যাতে এ সকল মানুষ রক্ষা পাই সে জন্য কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়াল প্রত্যয় সংস্থা।
বুধবার বিকেলে উপজেলার মচমইল বাজারে প্রত্যয় সংস্থার প্রধান কার্যালয়ে বিভিন্ন এলাকার দুই শতাধিক শীতার্তকে একটি করে কম্বল প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরীব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন উপজেলা সমবায় অফিসার আলাউদ্দীন প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন, প্রত্যয় সংস্থার পরিচালক চিত্তরঞ্জন সরকার, দ্বীপনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরেন্দ্রনাথ সরকার, জীবন উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক গোপাল মোহন্ত, বিশিষ্ট সমাজসেবক নিতাই শর্মা, প্রভাষক ওসমান গনি, প্রত্যয় সংস্থার ম্যানেজার জাকির হোসেন, সহকারী ম্যানেজার জিয়াউর রহমান, হিসাবরক্ষক চঞ্চল কুমার সরকার, ফিল্ড অফিসার বেবী নাজনিন প্রমুখ।