তানোরে চোলাইমদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে চোলাইমদ ও গাজাঁসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন, ৫লিটার চোলাইমদসহ দর্গাডাঙ্গা গ্রামের রামেশ মার্ডির পুত্র জামিন মার্ডি (৩২), ২৫ গ্রাম গাঁজাসহ পাঁচন্দর থানতলা গ্রামের আব্দুর রবের পুত্র জাহাঙ্গীর আলম (৪০), চোলাইমদ সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মোহাম্মদপুর দিঘীপাড়ার কছিম উদ্দিনের পুত্র জামাল উদ্দিন (২৮), ১৫ গ্রাম গাঁজাসহ বানিয়াল গ্রামের মৃত আমিনুল হকের পুত্র পলাশ (২৬) ও ১৫ দিনের সাজা প্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার আসামী চকপাড়া গ্রামের সরল হেমরমের পুত্র ইলিয়াছ হেমরম (৩৪)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, বুধবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, গত মঙ্গলবার রাতে তানোর থানা পুলিশ ও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।