চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও গরীবদের সহায়তা করে চলেছেন ডিসি
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে যোগদানের পর থেকেই নিরলস কাজ করে যাচ্ছেন বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এরই মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন। এ ছাড়াও প্রতি সপ্তাহে জেলার অসহায়, গরীব, দুঃস্থ মানুষের জন্য গণশুনানীর মধ্য দিয়ে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করছেন।
জেলা প্রশাসক গৃহহীনকে দিচ্ছেন নতুন বাড়ি, নগদ অর্থ সহায়তা, নারীদের সেলাই মেশিনসহ আরো অনেক কিছু করছেন।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আবেদনকারী সুইটি নামে এক নারীর হাতে তুলে দেন সেলাই মেশিন। সে সাথে ভিন্ন ভিন্ন দুঃস্থ আবেদনকারীরা পান কম্বল, নগদ অর্থ সাহায্য, যোগ্যতার ভিত্তিতে কর্মের প্রতিশ্রুতি, ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা ও চিকিৎসার ব্যবস্থা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁওসহ বিভিন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-