মান্দায় পারিবারিক বিরোধে ভাতিজাকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা আশরাফুল ইসলামকে (৩০) পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামে মারপিটের এ ঘটনা ঘটে। ঘটনায় মান্দা থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান, ‘আমার শয়নঘরের জানালার পাশে বেড়া দিয়ে চাচা মোজাফফর হোসেন প্রস্রাবখানা তৈরি করেন। প্রস্রাবের দুর্গন্ধে ঘরে থাকা দুস্কর হয়ে যায়। এ অবস্থায় চাচাকে প্রস্রাবখানাটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য কয়েকদফা অনুরোধ করা হলেও তিনি তা কর্ণপাত করেন নি।’
তিনি আরও বলেন,‘গত শনিবার দুপুরে আমি প্রস্রাবখানাটি সরিয়ে ফেলি। এনিয়ে চাচা মোজাফফর হোসেন ও চাচি ফরিদা বিবি আলোর সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা শাবল ও লাঠি দিয়ে আমাকে মারপিট শুরু করে। তাদের শাবলের আঘাতে আমার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এসময় আমাকে বাঁচাতে স্ত্রী, মা ও বাবা এগিয়ে এলে তাদেরও মারপিট করা হয়। পরে আমাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।’ তিনি অভিযোগ করে বলেন, মারপিটের সময় হামলাকারীরা আমার বাড়ির টিনের চালাও ভাঙচুর করে।
জানা গেছে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে মান্দা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। চিকিৎসা শেষে গত সোমবার তিনি বাদি হয়ে চাচা মোজাফফর হোসেন ও চাচি ফরিদা বিবি আলোর বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার সহকারি উপপরিদর্শক ইউসুফ আলীকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।