সিরিয়ায় বোমা বিস্ফোরণে চার তুর্কি সেনা নিহত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ১২:২০ অপরাহ্ণ |
সিরিয়ায় বোমা বিস্ফোরণে চার তুর্কি সেনা নিহত

পদ্মাটাইমস ডেস্ক : উত্তরপূর্ব সিরিয়ায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে তুরস্কের চার সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। বুধবার সড়কের পাশে নিরাপত্তা তল্লাশির সময় এই বিস্ফেরণ ঘটেছে। এই হামলায় কারা দায়ী কিংবা কীভাবে ঘটেছে; তা জানাতে অস্বীকার করেছে তুরস্কের সেনাবাহিনী।

গত অক্টোবরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। এছাড়া ২০১৬ সালে আইএস ও ২০১৮ সালে ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে আংকারা।

ওয়াইপিজিকে কুর্দিস্থান ওয়ার্কর্সি পার্টির (পিকেকে) শাখা ও সন্ত্রাসী সংগঠন মনে করে তুরস্ক। যদিও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র মিত্র ছিল তারা।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে পিকেকে। তুরস্কের পশ্চিমা মিত্ররাও তাদের কালোতালিকাভুক্ত করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে