বৃষ্টির সাথে কমবে তাপমাত্রা

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৪:৩৪ অপরাহ্ণ |
খবর > জাতীয়
বৃষ্টির সাথে কমবে তাপমাত্রা

পদ্মাটাইমস ডেস্ক : এবার নতুন বছরের শুরুতেই শীতের পাশাপাশি সারাদেশেই বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছেন, বৃহস্পতিবারও দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সারাদেশের তাপমাত্রা কমার পূর্বাভাস থাকলেও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বাড়তে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে শুক্র ও শনিবার আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে। তবে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

আরএ

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে