শিবগঞ্জের পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর আর নেই

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৪:২৯ অপরাহ্ণ |
শিবগঞ্জের পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর আর নেই

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২নং পাঁকা ইউনিয়ন পরিষদ-ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের কাছে তিনি জনপ্রিয় ছিলেন বলেও জানা যায়। এর আগে ৫নং ওয়ার্ড থেকে টানা দুই বারের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।

তাঁর নামাজের জানাযার সময় নির্ধারণ করা হয়নি। তবে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে