চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে।
বুধবার সকালে ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এ টুর্নামেন্টের সমাপনী খেলায় অংশ নেয় বালক পর্যায়ে সদর উপজেলার চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চককীর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকায় শিবগঞ্জ উপজেলার বাবুপুর-লক্ষ্মীপুর সরকার প্রাথমিক বিদ্যালয় ও নাচোল উপজেলার শানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় বালকে চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকায় বাবুপুর-লক্ষ্মীপুর সরকার প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার রুমিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। টুর্নামেন্টে জেলা পর্যায়ে বালিকা ও বালক বিভাগে ১০টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।