শিবগঞ্জে ট্রাকচাপায় তরুণ নিহত

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৪:৪১ অপরাহ্ণ |
শিবগঞ্জে ট্রাকচাপায় তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মহা সড়কে নূর মোহাম্মদ (১৯) নামে এক তরুণ ট্রাক চাপায় নিহত হয়েছে।

নিহত নূর শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুর এলাকার মোহাম্মদ রাজার ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কানসাট থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক নূর মোহাম্মদকে শিবগঞ্জ বাইপাস আম বাজার এলাকায় চাপা দিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে নূর মোহাম্মদকে উদ্ধার করে সদর হাসপাতালে এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে মারা যায় নূর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে