চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যানের শুন্য পদে উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন বিষয়ে গুরুত্বপুর্ণ দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ মোতাওয়াক্কিল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান পিপিএম।

নির্বাচন পরিচালনার জন্য নানাবিধ দিকনির্দেশনাসহ নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও স্বাভাবিক রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন প্রধান অতিথি এজেডএম নূরুল হক।

এ সময় উপজেলা উপজেলা নির্বাচন অফিসার কাইসার মোহম্মদসহ নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝিলিম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি উপজেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষে ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করায় পদটি শুণ্য ঘোষণা করা হয়। আগামী ১৩ জানুয়ারি সোমবার সেই শুন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য করার লক্ষে নির্বাচন সক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবার কথা জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোতাওয়াক্কিল রহমান। তিনি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহবান জানান। উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে