মোহনপুরে রাস্তার কাদা পরিস্কার করাচ্ছেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার পাকা রাস্তার কাদা পরিস্কার কাজ করাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। গত বুধবার রাতে টিপটিপ বৃষ্টিতে হঠাৎ করে রাজশাহী-নওগাঁ মহাসড়ক এবং কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের কিছু স্থানে পিচ্ছিল ভাব সৃষ্টি হয়েছে। এতে ছোট যানবাহন ও পথচারি চলাচলে কিছুটা সমস্যা দেখা দিয়েছে।
এলাকা পরিদর্শনে এসে জনদূর্ভোগ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন দ্রুত স্থানীয় শ্রমিকদের মাধ্যমে কেশরহাট-ভবানীগঞ্জ সড়ক এবং রাজশাহী-নওগাঁ মহাসড়কের কাদা মাটি পরিস্কার করিয়ে নিলে জনদূর্ভোগ রোধ হয়। এতে পথচারিরা ইউএনওর এ উদ্যোগকে মহতি উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, রাস্তাঘাট সংরক্ষণ সকলের দায়িত্ব ও কর্তব্য। যানবাহন ও পথচারিদের দূর্ভোগরোধে শ্রমিকদের মাধ্যমে ময়লা ও মাটি পরিস্কার করা হয়েছে।