ঘুষের টাকাসহ খাদ্য কর্মকর্তা আটক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
ঘুষের টাকাসহ খাদ্য কর্মকর্তা আটক

পদ্মাটাইমস ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা ইলিয়াছ হোসেনকে ঘুষসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মণ্ডল জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালে কেজি প্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে খাদ্য কর্মকর্তাকে তার অফিস থেকে আটক করে দুদকের একটি দল। এ সময় তার কাছ থেকে ঘুষের ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে