পুঠিয়ায় কম্বল বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৫:৩১ অপরাহ্ণ |
পুঠিয়ায় কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেসক্লাব ও দৈনিক রাজশাহী প্রতিদিন-এর উদ্দ্যেগে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রেস ক্লাব চত্বরে এই অনুষ্ঠনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী প্রতিদিন পত্রিকার সম্পাদক বিজয় ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পুঠিয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ ইয়াকুব আলী শেখ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসমত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, তথ্য কেন্দ্রের কর্মকর্তা মোছাঃ কামরুনাহার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বজলুর রশিদ (দৈনিক সোনারদেশ), কোষাধক্ষ মোহাম্মদ আলী (দৈনিক যায়যায়দিন/রাজশাহী সংবাদ), সাংগঠনিক সম্পাদক অজয় ঘোষ (দৈনিক স্বদেশ প্রতিদিন), নিবাহী সদস্য মিলন কুমার সরকার (দৈনিক আমাদের রাজশাহী) সদস্য শফিকুল ইসলাম (বিডি সংবাদ), মামুন (দৈনিক চলনবিলের খবর), আকাশ ঘোষ (দৈনিক রাজশাহী প্রতিদিন) প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে