চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ডিজিটাল বাংলাদেশ দিবসে শ্রেষ্ঠ অধিদপ্তর হিসেবে পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করায় সমাজসেবা অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ উপলক্ষে ‘সোনার বাংলায় মুজিববর্ষে-সমাজকল্যাণ এগিয়ে চলে’ শ্লোগানে একটি আনন্দ শোভাযাত্রা জেলা কালেক্টরেট কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, যারা সমাজসেবার সাথে কাজ করেন তারা প্রকৃতভাবেই মানুষের সেবা করে যাচ্ছেন। তাদের সেই সফলতার উপযুক্ত পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে এ জন্য তাদের অভিনন্দন জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সিরাজুম মনির আফতাবীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।