চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৬:২২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যামপেইন-২০২০ ২য় পর্যায় উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

এ সময় তিনি বলেন, আগামী ১১ জানুয়ারী জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার ১২০১টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৭৫৩ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮২ হাজার ৪৩৫ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে