বিনোদপুরে ফুটবল টুর্নামেন্টে ঢাকা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন 

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
বিনোদপুরে ফুটবল টুর্নামেন্টে ঢাকা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন 
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিনোদপুর বঙ্গবন্ধু ক্রিড়াচক্র আয়োজিত ফুটবল টুর্নামেন্টে দিনাজপুরকে ২-০ গোলে হারিয়ে ঢাকা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে খেলা শুরু হয়। খেলা শেষে পুরস্কার বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৮ নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কলিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, মো. এনামুল চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন,  বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুদ্দিন, মো. জাহিদ হাসান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাহাঙ্গীর আলম বাবু।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে