নওগাঁ আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে দেখতে হাসপাতালে মেয়র লিটন
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৭:১১ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অসুস্থ্য আব্দুল মালেককে দেখতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তাকে দেখতে যান মেয়র। এ সময় মেয়র তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।