কানসাট পুকুরিয়ায় ট্রাক উল্টে কমলালেবু নষ্ট
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া পেট্রোল পাম্প এলাকায় সোনামসজিদ-কানসাট মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে কমলা ভর্তি একটি ট্রাক উল্টে যায়। এতে ক্যারটে থাকা সব কমলালেবু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফলভর্তি একটি ট্রাক উল্টে যায়। এতে কেউ হতাহত হয়নি।
পরে এলাকাবাসীর সহায়তায় ক্যারট ও কমলালেবু উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ছাড়া বেশ কিছু কমলা নষ্ট হয়। ঘটনার পর বেশ কিছুক্ষণ সড়কে যানচলাচল বন্ধ থাকলেও পুলিশ এসে নিয়ন্ত্রণ নেয়।