প্রবীণ আ.লীগ নেতার মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০; সময়: ৭:১৯ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।
এদিকে আজ বাদ জোহর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন এর জানাযা নামাজে অংশ নেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে প্রবীণ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র।