জয়পুরহাটে স্কাউট সমাবেশের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : “স্কাউটিং সর্বদা সমাজের সাথে, মানুষের পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ৭ম সদর উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে চারদিন ব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
উপজেলা নিবার্হী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট সদর এর আয়োজনে ৭ম উপজেলা স্কাউটস সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিকসহ স্কাউট নেতৃবৃন্দ।
চারদিন ব্যাপী এ সমাবেশে সদর উপজেলার ৫৫টি স্কাউট ইউনিট অংশগ্রহণ করেছে। শনিবার মহাতাবু জলসার মাধ্যমে সমাপ্ত হবে।