নাটোরে বাঘের ৫ বাচ্চা উদ্ধার
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০; সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর শহরের বনবেলড়িয়া এলাকা থেকে ৫টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ বাঘের ওই ৫টি বাচ্চা জব্দ করে থানায় নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পুর্বে বনবেলঘড়িয়া বিলে আখের জমিতে শ্রমিকরা আখ কাটার সময় প্রথমে একটি বাঘের বাচ্চা দেখতে পায়। পরে শ্রমিকরা আখের জমির ভেতর এগিয়ে গেলে একটি গর্তে আরো ৪টি বাচ্চা ও মা বাঘকে দেখতে পায়।
শ্রমিকদের দেখে মা বাঘ পালিয়ে গেলে এলাকাবাসী বাচ্চা ৫টি উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ রাতে গিয়ে বাঘের বাচ্চাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঘের বাচ্চাগুলো রাজশাহী চিড়িয়াখানায় পাঠানো হবে।