স্ত্রী পরের ঘরে, স্বামী নদীর জলে
পদ্মাটাইমস ডেস্ক : বগুড়ার শেরপুরে নিখোঁজের তিনদিন পর বাঙ্গালী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত শহিদুল ইসলাম ওই উপজেলার সুঘাট ইউপির সূত্রাপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।
শহিদুলের আত্মীয় রমজান আলী জানান, সোমবার নদী থেকে পানি আনতে গিয়ে নিখোঁজ হন শহিদুল। এরপর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। দুপুরে নদী থেকে মরদেহ উদ্ধারের পর তাকে শনাক্ত করে পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানায়, একই এলাকার শাহীনের সঙ্গে শহিদুলের স্ত্রী সালমা বেগমের পরকীয়া চলছিল। তার সঙ্গে কয়েকমাস আগে ঢাকায় চলে গিয়েছিলেন সালমা। এ নিয়ে শহিদুল ও সালমার মধ্যে কয়েকদফা বিবাদ হয়। এরপরও সালমা শাহীনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
শেরপুর থানার ওসি হুমায়ূন কবীর জনান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে প্রেমিক শাহীনের বাড়ি থেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।