বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বদলগাছীতে মোটর শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত এক বিশাল মোটর শোভাযাত্রা আগমন হয়। এই শতাধিক মোটর শোভাযাত্রার নেতৃত্ব দেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা সংলগ্ন সড়কের দুই পাশে সারি বেঁধে দাড়িয়ে হাতছানি দিয়ে মোটর শোভাযাত্রা ও খাদ্যমন্ত্রীকে স্বাগত জানায় বদলগাছী উপজেলা প্রশাসন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল স্তরের জনগণ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো: শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, থানা অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ ।
পরে বিকেল সাড়ে ৪টায় বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের সম্মূখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার ও বিকেল ৫টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।