পোরশায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল শুক্রবার স্থানীয় সরাইগাছি মোড়ে জেলা সদর থেকে আগত ৪ শতাধীক গাড়ির একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের অভ্যর্থনা প্রদান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঢাকায় মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন ও জাতির উদ্যেশে প্রদানকৃত ভাষন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে স্থাপিত ভিডিওি প্রজেক্টরের মাধ্যমে দেখানো এবং পরে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সদর থেকে আসা মোটর শোভাযাত্রায় নেতৃত্বদেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় মোটর শোভাযাত্রায় জেলা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সরকারী কর্মকর্তাগণ সাথে ছিলেন।
পোরশায় অভ্যর্থনা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ওবাইদুল্লাহ শেখ, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনসাধারন। পরে মোটর শোভাযাত্রাটি নিয়ামতপুর উপজেলা উদ্যেশে রওয়ানা হয়।