কাভার্ডভ্যানচাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবলসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম ফৌজদারহাট বন্দরসংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. আলমগীর হোসেন (২৪) ও শহিদুল ইসলাম (২৭)। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। ডিআইজির প্রটোকলের দায়িত্বে ছিলেন কনস্টেবল আলমগীর। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন তারা।
ফৌজদারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির টিআই রফিকুল ইসলাম মজুমদার জানান, চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।