পুঠিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় গণনাযন্ত্রের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান ,সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, পৌর মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া সার্কেলের এএসপি আবুল কালাম সাহেদী, পুঠিয়া থানার ওসি (তদন্ত)হাসমত আলী, উপজেলা বরেন্দ্র ইঞ্জিনিয়ার সেলিম রেজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক মন্ডলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এবং উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।