বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে ক্ষণ গণনা যন্ত্রের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ১২:১২ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে ক্ষণ গণনা যন্ত্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে গণনাযন্ত্রের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব ও নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কণা ও উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে