চারঘাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্র্ষিকী উদযাপ

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ১:৪৪ অপরাহ্ণ |
চারঘাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্র্ষিকী উদযাপ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষির্কী উদযাপন উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা, শিশু কিশোরদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্থানীয় শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমূল হক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মকবুল হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম মুক্তার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডুসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ছাত্র/ছাত্রী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে