চারঘাটে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ১:৪৯ অপরাহ্ণ |
চারঘাটে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : চারঘাটে মানিক (৪০) নামে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু হয়েছে। মানিক উপজেলার মেরামতপুর গ্রামের নবির হোসেনের ছেলে।

চারঘাট মডেল থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, মানিক বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি। পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি আম বাগানে গলায় মাপলার পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। এলাকাবাসি তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে