নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ির সামনের রাস্তায়
পদ্মাটাইমস ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে তিনদিন ধরে নিখোঁজ এক শিশুর লাশ মিলল বাড়ির সামনের রাস্তায়। নিহতের স্বজন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাঁশতলা গ্রামের নুরুল আমিন জানান, শনিবার ভোরে বসতবাড়ির সামনের রাস্তায় নিখোঁজ শিশু তোফায়েল মিয়ার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির প্রতিবেশি বাবা-ছেলেকে আটক করে। আটককৃতরা হলেন- কালন মিয়া (৬০) ও তার ছেলে সেজা মিয়া (২২)।
নিহত তোফায়েল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাশঁতলা গ্রামের জুবেল হোসেনের ছেলে এবং বাঁশতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিখোঁজের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে শিশুটির দাদা জয়নাল আবেদীন তাহিরপুর থানায় একটি জিডি করেছিলেন। জিডি নং ২৬০।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে তাহিরপুর থানায় আনা হয়েছে।