রাণীনগর মহিলা কলেজে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : শনিবার দুপুরে নওগাঁর রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা বিশিষ্ট “ইসরাফিল আলম” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ ইসরাফিল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভবনের উদ্বোধন করেন। এছাড়া একই সাথে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অত্র কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রবীন শিক্ষক গিয়াস উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুসহ কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।