চাঁপাইনবাবগঞ্জে রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের নামোরাজারামপুরে ২টি রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম।

এসময় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম মিনহাজ, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, রাজারামপুর ইয়াহিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মমিনসহ নামোরাজারামপুর এলাকার গণম্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে